শর্তাবলী
- Shebanin.com ও আবেদনকারী পরস্পর ব্যবসায়িক পার্টনার হিসেবে কাজ করবে । কেউ কাউকে কোন বেতন প্রদান করবে না ।
- Shebanin.com যাবতীয় বিজ্ঞাপন খরচ বহন করবে । ভেন্ডর Shebanin.com কে কোন বিজ্ঞাপন খরচ প্রদান করবে না । সেবানিন ডটকম ভেন্ডরকে যে কাজ দিবে তা থেকে উপরে উল্লখেতি হারে কমিশন গ্রহন করবে ।
- Shebanin.com ও ভেন্ডর আলোচনা সাপেক্ষে কাস্টমারকে বিভিন্ন অফার প্রদান করবে।
- ভেন্ডর অ্যাপ থেকে ২ হাজার টাকার নিচে উত্তোলন করা যাবে না ।
- কাস্টমারকে সকল কাজে ৮ দিনের ওয়ারেন্টি দিবে ভেন্ডর ।
- ভেন্ডর কাজ শুরু করার পূর্বে তার (মালিকের) ভোটার আইডি কার্ডের কপি ও ছবি, ট্রেড লাইসেন্স Shebanin.com এর কাছে জমা দিতে হবে।
- কাজ করতে গিয়ে কোন আইন বিরোধী কাজ হলে বা ক্ষয়ক্ষতি হলে Shebanin.com তার দায় ভার গ্রহন করবেনা ।
- Shebanin.com এ কাজ আসার পর অফিস কর্তৃপক্ষ ভেন্ডরকে মোবাইলে এস এম এস বা কল করে অথবা অনলাইন প্যানেলে কাজের ডিটেইলস জানাবে।
- ভেন্ডর সিডিউল টাইমের অন্তত ১০ মিনিট পূর্বে কাস্টমারের নিদিস্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে ।
- ভেন্ডর এর অবহেলায় কোন কাজ বাতিল হলে কমিশন সম পরিমান টাকা ভেন্ডর এর ওয়ালেট থেকে কেটে নেয়া হবে ।
- ভেন্ডর কাস্টমারের সাথে কোন প্রকার বিতর্কে জড়াতে পারবে না ।
- সেবানিন তার সকল লেনদেন কোম্পানীর ব্যাক একাউন্ট , অনলাইন পেমেন্ট গেটওয়ে বা কোম্পানীর অনুলোদিত বিকাশ মাচেন্ট নাম্বার ০১৬১৯১১৬১৩৩ এর মাধ্যমে লেনদেন করে । এগুলোর বাইরে কারো সাথে ব্যক্তিগত লেনদেন করলে কোম্পানী তার দায় নিবে না ।
- কাস্টমারের ব্যাপারে কোন অভিযোগ থাকলে ০৯৬৩৮২০২০২০/ ০১৬১৯১১৬১৩৩ এই নাম্বারে কল করে জানাতে হবে ।
- Shebanin.com এর কোন ব্যবসায়ীক গোপনীয়তা বা পরিকল্পনা অন্য কোন কোন কোম্পানীর নিকট প্রকাশ করা যাবে না ।
- কাজ শেষ হওয়ার দিনই সেই কাজের লেনদেন সপন্ন করতে হবে ।
- চুক্তি বিরোধী বা অন্য যেকোন কারনে সেবানিন ভেন্ডর প্যানেল ইনএকটিভ বা বাতিল করতে পারবে।
- সকল পক্ষের লেনদেন বুঝিয়ে দেয়া সাপেক্ষে যেকোন পক্ষ ২ মাসের নোটিশে ব্যবসায়িক চুক্তি বাতিল করতে পারবে ।
আমি উপরে উল্লখেতি সকল শর্তাবলী পড়ে, বুঝে এবং তা মেনে চলার অঙ্গগীকার করলাম।